প্রাণিসম্পদ অধিদপ্তর এর আওতায় ‘‘প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নতজাতের ঘাসচাষ সম্প্রসারণ ও লাগসাই প্রযুক্তি হস্তান্তর প্রকল্প এর কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু হয়েছে। উক্ত প্রকল্পের অধীনে রামগতি উপজেলা সকল ইউনিয়নে প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা এবং খামারীদের ঘাসচাষে উদ্ধুদ্ধকরণ, প্রশিক্ষণ প্রদান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তত্ত্ববধানে প্রকল্প সংশ্লিষ্ট কাজের নিমিত্ত প্রকল্প চলাকালীন সময়ের জন্য ০১ (এক) জন কমিউনিটি এক্সটেনশন এজেন্ট সংযুক্ত করা হবে। নিম্নোক্ত শর্তবলি পূরণ করে এমন প্রার্থীদের নিকট থেকে নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, পাসপোর্ট সাইজের সত্যায়িত ০২ কপি ছবি, জাতীয়তা, এনআইডি নম্বর, জন্ম তারিখ, বৈবাহিক অবস্থা, ধর্ম, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যাতা, অভিজ্ঞতা (যদি থাকে) সম্বলিত তথ্যাদিসহ দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহীদের আগামী ২৭-১২-২০২১খ্রিঃ তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে চাহিত তথ্য ও সকল কাজগপত্রের সত্যায়িত অনুলিপিসহ দরখাস্ত জমাদানের জন্য অনুরোধ করা হলো। অবেদনকারীকে অবশ্যই রামগতি উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস